Tuesday, December 25, 2018

যখন তুমি দূরে থাকো

যখন তুমি  দূরে থাকো
তখন মনে হয় কাছে,
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

যখন তোমার মন উদাসীন
থাকো একলা বসে,
তোমার আশায় দিন কেটে যায়
কখন তুমি আসো!

দুরবিনে চোখ রাখব আমি
দেখতে তোমাকে,
তুমি আসবে আসবে কী
এক পলকে।

চোখের কোণে জলের ফোটা
ভাসায় তোমার হাসি
যখন তুমি আসো আমার বাগানে
সুখ জ্বরে রাশি রাশি।

যখন তুমি ছিলে, আছ, থাকবে
আমার শূন্য মনে,
তোমার আমার দূরত্বটাই
জন্মালো একাকী নির্জনে।

যখন তুমি দূরে থাকো
তখন মনে হয় কাছে
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

Wednesday, December 19, 2018

অসময়ে বৃষ্টি

শীতের এই রাতে অসময়ে
শুরু হল বৃষ্টি ,
রিমঝিম ছন্দে জিড়ি জিড়ি বাতাসে
দূরে ত যায়না দৃষ্টি।

এমন মধুর সময়ে মনে পড়ে
প্রেয়সীর কথা,
জানি সে দূরে তবুও বাড়ে
কাছে পাওয়ার আকুলতা।

বৃষ্টি বৃষ্টি  টিনের চালের জুম জুম
শব্দে বাড়ে শিহরণ,
শুধু ভেবে যায় কল্পনার জগতে
দেহে আসে জাগরণ।

আজ ভিজতে চাই শুধু ভিজবো
এই বৃষ্টির রাতে,
হে প্রেয়সী থেকোনা আর দূরে
চলো ভিজি একসাথে।

Sunday, December 16, 2018

বসে আছি দূরে

বড় একা বসে আছি আজ
দূরের সীমানায়,
জানি ডাকলেও সাড়া মিলবে না
শুনবো না এই বেলায়।

বিন্দু বিন্দু জমেছে হৃদয় কোণে
অবহেলার জলরাশি,
সব ছেড়ে বলতে চেয়েছি
তোমাকে ভালবাসি।

তুমি বুঝনি নাকি বুঝতে পারনি
শুধু দেখে যাও,
তোমার মনের শহরে আমাকে পাবে
যখন যেভাবে চাও।

আমি আছি সেই আগের মতো
তোমার আপনজন,
শুধু ভালবাসা দিও, আর কিছু চাইনা
এই অবাদ্ধ মন।

বিজয় তুমি

বিজয় তুমি লাখো শহীদের দেওয়া
অমূল্য রতন,
বিজয় তুমি লাখো মায়ের সন্তান হারানো
রিক্তের বেদন।

বিজয় তুমি ৫২ 'র গর্জে উঠা যুবকের স্লোগান
"রাষ্ট্র ভাষা বাংলা চাই",
বিজয় তুমি মোরা বাঙালি একটাই পরিচয়
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান ভাই ভাই।

বিজয় তুমি শেরে বাংলা,মাওলানা ভাসানী,
সোহরাওয়ার্দী 'র হুংকার
বিজয় তুমি পাকিস্তানি দুঃশাসন'র গদি কে
করেছ চুরমার।

বিজয় তুমি রেসকোর্স থেকে ভেসে আসা
বঙ্গবন্ধুর সেই ভাষণ,
বিজয় তুমি শহীদ জিয়ার চোখে দেখা
বাঙালির নতুন স্বপন।

বিজয় তুমি শিল্পী জয়নুল এর রঙ তুলিতে আঁকা
স্বপ্নের প্রিয়  স্বদেশ,
বিশ্ব অবাক তাকিয়ে রয় প্রাকৃতিক সৌন্দর্যে
যার রূপের নাইকো শেষ।

বিজয় তুমি আমার,তোমার,কোটি বাঙালির
রক্ত দিয়ে কেনা,
লাখো মা, বোন, শহীদের  ঋণ কবু
শোধ করা যাবে না

Saturday, December 15, 2018

জবাব চাই

বুঝিনা আমি কোনো এক চাপা অভিমানে
কেন জীবন অতিবাহিত তোমার নিভৃতে
নাকি সংশয় সংকোচ হৃদয়ে
নিজেকে আড়াল করে দেখছো আমাকে।

যখন রাত আসে নিস্তব্ধ চারিদিকে
স্মৃতি রা ঘুরে-ফিরে চারপাশে,
ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে নয় শুধু বেচে আছি
আমার স্মৃতির ধারায় আছো যে মিশে।

অকপটে তোমার ছবি দেখে হয়তো
ঘুমন্ত নিউরন গুলো এখন সচল,
জানিনা এই কেমন মিছে মায়ার বাধন
হয়তো হবে একদিন সব অচল।

দুঃখের সাগরে ভাসিয়ে যেতে নয়
আত্মার সুখ টা খুজে পেতে চাই।

দেখেছি অনেক অবহেলিত মানুষ
যাদের দুঃখে এই ধরণী বে- খেয়াল, 
তারাতো হারেনি,ভয়ে টলেনি,কিংবা ছাড়েনি হাল
তুমি কেন রেখেছো নিজেকে গুটিয়ে আড়াল।

জবাব চাই,জানতে চাই,কি সংশয় তোমার মনে
বলো বলো কি হলো
আমি যে তোমার সেই প্রিয়তম তোমাকে ছাড়া
কী কল্পনা করা যায় বলো।!

Friday, December 14, 2018

চলো হারিয়ে যায়

আকাশ এই মাটি যেথাই দিগন্তে মেশে,
চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
কেটে যাবে দিন শুধু হেসে হেসে।

সেথা পাখি ভ্রমরের গীতালি
শুধু প্রাণে প্রাণে রচে মিতালি
সেথা নীল নীল তারা ঝিলমিল
মন যায় গো সেথায় ভেসে |

কুহু আর কূজনে সেথা ওগো দুজনে
মধুর আলাপন হবে,
আঁখির পলকে স্বপন ঝলকে
জানি গো তুমি কাছে রবে |

সেথাই ঘুম ঘুম রাত নিঃঝুম
মন ভরে গো কি আবেশে |
শুধু চেয়ে রবো ওই চাঁদ মুখের দিকে
কাটাবো রাত স্বপ্নের বেশে।

একা হতে চাই

একে একে সবাই চলে গেছে
শুধু প্রেয়সী তুমি এখনোতো ঠিকই ফুটে আছ
কেন মনের বাগানে গোলাপ হয়ে।!?

আর কত চেয়ে চেয়ে দেখে যাবে আমায়
চোখের জলের একাকার,
এভাবে যে হয়না জীবনের পথচলা
হয়না মানে বেচে থাকার।

আজ হাওয়া নেই, রাত নেই, নেই জ্যোস্না
দিনও যে ঢেকে গেছে মেঘে,
শুধু এক পাহাড় ব্যথা রেখে গেছে আমার তরে
আজ দুঃখ হাসে আমায় দেখে।

ওগো প্রেয়সী তুমি তোমার চোখের করুণা দিয়ে আজ কতটুকু ভরাবে বলো।!

আছি একা বেশ আছি কেউ নেই
তাই, কারো তরে অজস্র চিন্তার ঢেউ নেই।

তুমিও যদি চাও আজ আমাকে ছেড়ে যেতে পার
আমি চাই যে একেলা হতে, হতে ছারকার,
ওগো প্রেয়সী তুমি তোমার অসীম করুণা দিয়ে মায়াভরা বাঁধনে বেঁধো নাকো আর।

Saturday, December 8, 2018

নিরবতা সঙ্গী আমার

দূরে আছি বলে ভেবো না
ভুলে গেছি,
শত অবহেলা তে মনে করো না
হারিয়ে গেছি।

শুধু ভাগ্য কে মেনে নিয়ে
বেচে আছি,
এই যেন বন্দী খাচায় আটকানো
পাখির কিচিমিচি।

করো যত পারো- অবাজ্ঞা, অবহেলা ;
ভালবাসা না যাচি,
শুধু নিরবতা কে সঙ্গী করে একেলা
দূরে বসে আছি।

ভালো থেকো সুখী হও
থাকো প্রিয়জনের কাছাকাছি ;
আমি না হয় তোমার স্মৃতি নিয়ে
সারাজীবন বাচি।

নিরবতা সঙ্গী আমার

দূরে আছি বলে ভেবো না
ভুলে গেছি,
শত অবহেলা তে মনে করো না
হারিয়ে গেছি।

শুধু ভাগ্য কে মেনে নিয়ে
বেচে আছি,
এই যেন বন্দী খাচায় আটকানো
পাখির কিচিমিচি।

করো যত পারো- অবাজ্ঞা, অবহেলা ;
ভালবাসা না যাচি,
শুধু নিরবতা কে সঙ্গী করে একেলা
দূরে বসে আছি।

ভালো থেকো সুখী হও
থাকো প্রিয়জনের কাছাকাছি ;
আমি না হয় তোমার স্মৃতি নিয়ে
সারাজীবন বাচি।

ভালো থাকুক ভালবাসা

প্রতিটি সকাল নুতন করে বাচতে শেখায়,
রাতের ব্যর্থতার ছোয়া মুছে দিয়ে
নুতন আশা জাগায়।

এই ধরণীর মিথ্যে ভালবাসার প্রলোভিত
হয়ে ডুবেছিলো মন,
আসলে সবি ছিলো ক্ষনিকের মায়া
বুঝতে পেরেছি এখন।

এই প্রাণের দুঃখ সুখের সাথী হবে বলে
কথা দিয়েছিলো সে,
আজ সেই বিশাল দুরত্বের মাঝে দাড়িয়ে
দিব্বি সুখে আছে।

আমি জানি হয়তো সে ফিরবে না
ফিরলে ও মন বদলে গেছে
তাই আমিও হারিয়ে যাচ্ছি 
কালের মহাস্রোতে।

কেউ কারো নয়

রঙের এই দুনিয়ায় কেউ কারো নয়
স্বার্থের টানে সবাই কাছে আসে
স্বার্থ ফুরালে দূরে সরে রয়।

মিছে মায়ার এই ভালবাসায়
আবদ্ধ এই হৃদয়
দম গেলে হবে এই দেহের ক্ষয়।

শুধু শুধু মিথ্যে আশার মায়াজালে
বন্দী মন সব সময়।
ছেড়া পালে হাওয়া লাগুক
হোক ভালবাসার জয়।

রঙের এই দুনিয়ায় কেউ কারো নয়
দুঃখ গুলো ফুল হয়ে যাক
হোক মানবতার জয়।

Sunday, December 2, 2018

অবহেলা

কি যে হল তোমার ওগো প্রেয়সী
কেন যে দাও কষ্ট শুধু  রাশি রাশি।

এই মন সারাক্ষণ খুজে বেড়ায়
তোমার ভালবাসা,
অবহেলা হয় যে গুরোবালি
আমার সকল আশা।

যখনি রাত আসে গভীর আমানিশা
তখনি এই মন ব্যাকুল হয়ে খুজে তোমার দেশা।

জানিনে কি হয়েছে তোমার
কেন এতো হেলায়
আমি কী তোমার জীবনে অনুপ্রবেশ
করেছি কী অবেলায়!?

ভুল গুলো ফুল হয়ে ফুটুক
তোমার আঙিনায়,
চিরকাল বেচে থাকুক ভালবাসা
এই ধরনীর ছায়ায়।

দূরে আছি তবুও মনের কাছাকাছি
অনুভব করে মন সারাবেলা,
এই হৃদয় এর একটাই চাওয়া
কবু করিওনা অবহেলা।

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...