Sunday, December 16, 2018

বসে আছি দূরে

বড় একা বসে আছি আজ
দূরের সীমানায়,
জানি ডাকলেও সাড়া মিলবে না
শুনবো না এই বেলায়।

বিন্দু বিন্দু জমেছে হৃদয় কোণে
অবহেলার জলরাশি,
সব ছেড়ে বলতে চেয়েছি
তোমাকে ভালবাসি।

তুমি বুঝনি নাকি বুঝতে পারনি
শুধু দেখে যাও,
তোমার মনের শহরে আমাকে পাবে
যখন যেভাবে চাও।

আমি আছি সেই আগের মতো
তোমার আপনজন,
শুধু ভালবাসা দিও, আর কিছু চাইনা
এই অবাদ্ধ মন।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...