Friday, December 14, 2018

চলো হারিয়ে যায়

আকাশ এই মাটি যেথাই দিগন্তে মেশে,
চলো সেথা যাই ওগো কোনো বাধা নাই
কেটে যাবে দিন শুধু হেসে হেসে।

সেথা পাখি ভ্রমরের গীতালি
শুধু প্রাণে প্রাণে রচে মিতালি
সেথা নীল নীল তারা ঝিলমিল
মন যায় গো সেথায় ভেসে |

কুহু আর কূজনে সেথা ওগো দুজনে
মধুর আলাপন হবে,
আঁখির পলকে স্বপন ঝলকে
জানি গো তুমি কাছে রবে |

সেথাই ঘুম ঘুম রাত নিঃঝুম
মন ভরে গো কি আবেশে |
শুধু চেয়ে রবো ওই চাঁদ মুখের দিকে
কাটাবো রাত স্বপ্নের বেশে।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...