Tuesday, December 25, 2018

যখন তুমি দূরে থাকো

যখন তুমি  দূরে থাকো
তখন মনে হয় কাছে,
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

যখন তোমার মন উদাসীন
থাকো একলা বসে,
তোমার আশায় দিন কেটে যায়
কখন তুমি আসো!

দুরবিনে চোখ রাখব আমি
দেখতে তোমাকে,
তুমি আসবে আসবে কী
এক পলকে।

চোখের কোণে জলের ফোটা
ভাসায় তোমার হাসি
যখন তুমি আসো আমার বাগানে
সুখ জ্বরে রাশি রাশি।

যখন তুমি ছিলে, আছ, থাকবে
আমার শূন্য মনে,
তোমার আমার দূরত্বটাই
জন্মালো একাকী নির্জনে।

যখন তুমি দূরে থাকো
তখন মনে হয় কাছে
তোমার সময় নাই বা হলো,
আমার সময় আছে।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...