Sunday, December 2, 2018

অবহেলা

কি যে হল তোমার ওগো প্রেয়সী
কেন যে দাও কষ্ট শুধু  রাশি রাশি।

এই মন সারাক্ষণ খুজে বেড়ায়
তোমার ভালবাসা,
অবহেলা হয় যে গুরোবালি
আমার সকল আশা।

যখনি রাত আসে গভীর আমানিশা
তখনি এই মন ব্যাকুল হয়ে খুজে তোমার দেশা।

জানিনে কি হয়েছে তোমার
কেন এতো হেলায়
আমি কী তোমার জীবনে অনুপ্রবেশ
করেছি কী অবেলায়!?

ভুল গুলো ফুল হয়ে ফুটুক
তোমার আঙিনায়,
চিরকাল বেচে থাকুক ভালবাসা
এই ধরনীর ছায়ায়।

দূরে আছি তবুও মনের কাছাকাছি
অনুভব করে মন সারাবেলা,
এই হৃদয় এর একটাই চাওয়া
কবু করিওনা অবহেলা।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...