Saturday, December 8, 2018

কেউ কারো নয়

রঙের এই দুনিয়ায় কেউ কারো নয়
স্বার্থের টানে সবাই কাছে আসে
স্বার্থ ফুরালে দূরে সরে রয়।

মিছে মায়ার এই ভালবাসায়
আবদ্ধ এই হৃদয়
দম গেলে হবে এই দেহের ক্ষয়।

শুধু শুধু মিথ্যে আশার মায়াজালে
বন্দী মন সব সময়।
ছেড়া পালে হাওয়া লাগুক
হোক ভালবাসার জয়।

রঙের এই দুনিয়ায় কেউ কারো নয়
দুঃখ গুলো ফুল হয়ে যাক
হোক মানবতার জয়।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...