Wednesday, December 19, 2018

অসময়ে বৃষ্টি

শীতের এই রাতে অসময়ে
শুরু হল বৃষ্টি ,
রিমঝিম ছন্দে জিড়ি জিড়ি বাতাসে
দূরে ত যায়না দৃষ্টি।

এমন মধুর সময়ে মনে পড়ে
প্রেয়সীর কথা,
জানি সে দূরে তবুও বাড়ে
কাছে পাওয়ার আকুলতা।

বৃষ্টি বৃষ্টি  টিনের চালের জুম জুম
শব্দে বাড়ে শিহরণ,
শুধু ভেবে যায় কল্পনার জগতে
দেহে আসে জাগরণ।

আজ ভিজতে চাই শুধু ভিজবো
এই বৃষ্টির রাতে,
হে প্রেয়সী থেকোনা আর দূরে
চলো ভিজি একসাথে।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...