Thursday, February 28, 2019

আমি কোনো অগান্তুক নই

আমি কোনো অগান্তুক নই
আমিও তোমাদের মতো।
দুঃখ পেলে কাঁদি
সুখের ছোয়াতে হাসি।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
বিরহ ব্যথায় ভিজে যায় আঁখি।

আমার বড় ইচ্ছে জাগে যোগ দিতে
তোমাদের উল্লাসে
তোমাদের উৎসবে
তোমাদের দুঃখ সুখের সাথী হতে
আমাকে ডাকলে কি ক্ষতি হতো!?
আমি কোনো অগান্তক নই।
আমিও তোমাদের মতো।

আমাকে কেন করো এতো অবহেলা!?
আমি নই কারো মিছে-মিছি পুতুল খেলা।
আমারও আছে আবেগ।
আমারও  আছে বিবেক।
আমি ভাগ করে নিতে চাই মনের দুঃখ যতো।
আমি কোনো অগান্তুক নই,
আমিও তোমাদের মতো।

আমার একটা বিশাল হৃদয় আছে
সেই হৃদয়ে আছে মানবতার কথা
আছে লিখা ন্যায়ের ভাষা।
আমিও বুঝতে পারি।
ভালোবাসি বলতে পারি।
বলো কিভাবে আর,তোমাদের বুঝাবো কতো!?
আমি কোনো অগান্তুক নই
আমিও তোমাদের মতো।।



সে এখন আমায় ভালবাসেনা

বসন্তে ফুটেছে ফুল, হৃদয়ে দিয়ে যায় দোল
তবুও গন্ধে মন আকুল হয় না,
ছিড়ে গেছে বাধন,দিব্বি সুখে কাটছে তার জীবন
সে এখন আমায় ভালবাসেনা।

কোকিলের কুহুকুহু সুর, ভেসে আসে থেকে থেকে
তবুও সেই সুরে প্রেম জাগেনা,
এখন একলা মনে হেটে চলেছি জীবনের পথে
কারো সঙ্গ আর ভালো লাগেনা।

ভুলে গিয়েছি সব,ভুলের সাগরে ছিলাম বহুকাল
ঐ পথে যেতে আর যেতে চাইনা,
সে সুখে থাকুক, শান্তিতে ভরে উঠুক তার আশপাশ
করি যে সব সময় এই কামনা।

ফাগুন এলো বর্ষ জুড়ে,ফিরে পেল প্রকৃতির প্রাণ,
তবুও হৃদয়ের টানে সে এলো না,
আমি একেলা মন,একেলা জীবন  নিয়ে বেশ আছি
সে এখন আমায় ভালবাসেনা।

রাতের আকাশ ভালো লাগে,ভালো  ঐ একেলা চাঁদ
তবুও বিরহ সময় যেন ফুরায় না,
এভাবেই হারিয়ে যাব,যেভাবে হারিয়ে যায় সবকিছু
ডাকলেও আর কাছে পাবেনা।

সাগরের তরঙ্গ, পাহাড়ের পাখ-পাখালির আওয়াজ
আমার মনে সুর তুলেনা,
ছিড়ে গেছে বাধন,দিব্বি সুখে কাটছে তার জীবন
সে এখন আমায় ভালবাসেনা।

Sunday, February 24, 2019

আয় বৃষ্টি আয়

মেঘলা আকাশ আজ গভীর কালো
মেঘ জমেছে মনে,
চারিদিকে বইরি বাতাস যেন
কিছু বলতে চাই কানে কানে।

আয় বৃষ্টি আয় এই শুভ্র সকলের
ফুলেল ফাগুনে,
মনের সব কালিমা ধুয়ে দাও মুছে দাও
আমি যে পুড়ছি তার দহনে।

রিমঝিম ছন্দে মাতাল হবো আমি
হাতে নেব বৃষ্টির জল,
এসো এসো হে বারিধারা ভিজিয়ে দাও
করে দাও সব অচল।

আকাশের সকল দুঃখ আজ ঝরছে
বৃষ্টির ধারা হয়ে,
একলা কাটে দিন,একেলা আমি এই সময়ে
তোমায় হারিয়ে।

যেদিন দেখবে আকাশ ভেঙে  ঝরছে
অবিরাম বৃষ্টির জল,
বুঝে নিও, আমিও আছি সেখানে বৃষ্টি হয়ে
ঝরছি অনর্গল।

Tuesday, February 12, 2019

আর আসবো না ফিরে

এইবার শেষ বার,!আর আসবো না ফিরে
মায়াবী  ঐ  ডাকে,
কত সুখ, কত দুঃখ, ঘটে যায় এই ক্ষুদ্র
জীবনের বাকে।

জীবন বড় মায়াবী অভিনয়ের পিছু
নিরবে পড়ে রয়, 
বেলা শেষে বুঝতে পারে আসলে সবি ছিলো
ক্ষনিকের মায়া আর সময়ের অপচয় ।

ভালবাসতে যদি নাইবা পারো মিছে কেনো
এতো সংশয়,
বলে দাও অকপটে মনের প্রলুব্ধ বাসনা
এটাই মঙ্গলময়।

ক্ষনে ক্ষনে এসে আর বাড়িও না
এই মনের যাতনা,
তোমার সুখে আমি সুখী, এটাই জীবনের
একমাত্র কামনা।

ভালো থেকো প্রেয়সী, সুখী হও তুমি
প্রিয়জনদের নিয়ে,
আমি না হয় তোমার স্মৃতি বুকে নিয়ে
একদিন যাবো হারিয়ে!।

যদি মনে পড়ে কোনোদিন কোনো কালে
ভোর রাতে দেখিও ঐ আসমানে,
দেখতে পাবে আমায় শুকতারা হয়ে জ্বলছি
তোমার প্রেম বিরহ দহনে।




জীবন টা ক্ষনিকের

নিশি রাত অজানা কারণে হঠাৎ ঘুম ভেঙে যায়
কোনো এক অগান্তুকের,
সে আজ বড় একা, একাই কাটে দিবারাত
বুঝতে পারে জীবন টা ক্ষনিকের।

কিছুকাল আগে সে এমনটা ছিলো না
ছিলো হাসি খুশি মন,
আজ বড় বিষাদ, সুখের আকাশে কালো মেঘ
চলছে মেঘের গর্জন।

বালিশের পাশে মোবাইল টা পড়ে আছে
তাকায় সে একপলক,
হঠাৎ আলোর ঝলমলে চোখ দুটো বড় হয়
মন বলে দেখে নাও একঝলক।

ভুল, তার ধারণা টি ছিলো ভুল।
লেখা উঠেছে স্কীনে ব্যাটারী ফুল।

মোবাইল এর সার্জের মতো সম্পর্ক গুলোতে
ধীরে ধীরে কমছে হৃদয়ের টান,
একসময় নিঃসঙ্গতা গ্রাস করে আর কিছু হয়না
তার কষ্টের সমান।

অভিমান করো তবুও বিশ্বাস অটুট রেখো
রাখিও ভালবাসার মান,
মিছে সুখের তরে কভু করিও না অবহেলা
ভালবাসা যে মহান আল্লাহর দান।

Saturday, February 2, 2019

নিকোটিনের ধোঁয়া

ফুলের সুবাস আজ বড় বেমানান
সুগন্ধে মন হয়না উথাল,
নিকোটিনের ধোঁয়া যেনো করে দেয়
সব কিছু বেসামাল।

এই শহরের ধুলিক্ণা মিশ্রিত বাতাস জানে
কতটা ভালোবাসি,
কতটা আপন ছিলে তুমি জানে পুকুরের 
টলটলে জলরাশি।

এখন সব স্মৃতি গুলো ঘোলাটে মনে হয়
অন্ধকারের নিস্তব্ধ রাত্রি,
আমার স্বপ্নের ঘোর যেন বিভীষিকাময়
অপূর্ণতার অজানা কীর্তি।

ফেলে আসা সোনালী দিন গুলো
মনে পড়ে বারবার,
নিকোটিনের ধোঁয়া তে সব ধুসর হয়ে যায়
নিরবতা সঙ্গী আমার।

ভালো থেকো তুমি ভাসতে থাকো
সুখের প্রশান্ত সাগরে,
স্মৃতি গুলো সব মন থেকে ফেলা দিও
আবর্জনার আস্তকুরে।

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...