Thursday, January 31, 2019

ক্ষমা করো বিধাতা

জীবন ফুরিয়ে যায় তেজস্বী সূর্য
যেমন সন্ধ্যায় ডুবে যায়,
জীবনের প্রতিটি বাকে বাকে কত স্মৃতি
আটকে থাকে চোখের ঝাপসায়।

নিজের অজান্তে সময় গুলো হারিয়ে যায়
কোন অজানা রহস্যের বেড়াজালে,
পূন্যের চেয়ে পাপ যে ভারী হলো মোর
এই ক্ষনিকের ইহকালে।

শুধু শুধু ছুটে চলেছি অবিরাম গতিতে
দুনিয়ার মোহে পড়ে,
একদিন এই দেহ নিথর পড়ে রবে
যেতে হবে সব ছেড়ে।

মা -বাবা,ভাই -বোন আত্নীয় স্বজন
বন্ধু -বান্ধব, প্রিয়জন।
সকলের কান্নায় ভারী হবে আকাশ
ভারী হবে সেই ক্ষন।।

হে খোদা!  ক্ষমা করো, কোনো পূণ্য নেই
এই পাপী অভাগার,
তোমার ক্ষমা ছাড়া উপায় যে নেই আমার
পাবো না যে ছাড়।।

নাই জীবনের মানে

প্রেয়সী তুমি ছাড়া ভালো লাগেনা
একলা বিকেল বেলায়,
ব্যস্ত দিনের শেষে যখন রাত নামে
হারায় মন তারার মেলায়।

তোমার অস্তিত্ব খুজে পায় প্রতি ক্ষনে 
জীবনের সব খানে,
তুমি ছাড়া প্রাণহীন দেহের মতো
নাই তো জীবনের মানে।।

ফুলের কাননে ভ্রমর যেমন উড়ে উড়ে
খুজে বেড়ায় সুখ,
তেমনি এই ব্যাকুল মন অপেক্ষায় থাকে
দেখতে তোমার  ঐ চাঁদমুখ।

রাত কে সাজাবো নীলাম্বরীর নীল দিয়ে
একান্ত কারুকার্যে,
আসন পেতে বসতে দিবো মনের সিংহাসনে
আমার হৃদয়ের রাজ্যে।

ছেড়ে থাকতে পারবো না প্রেয়সী তোমায়
ছেড়ে যেও না কখনো,
এই হৃদয় ছিড়ে যখন যাবে পৃথিবী ছাড়বো
একথা শুধুই জানো।।

দুঃখ করো না কবি

দক্ষিণের হাওয়া বলে যায় নিরবে
দুঃখ করো না কবি,
মিথ্যে সুখের তরে হয়তো সে লুকিয়েছে
যেভাবে ডূবে যায় রবি।

এভাবে জগতে অসংখ্য গল্প কবিতা
ইতিহাস হয়ে আছে,
কষ্ট দিয়ে কেউ কী কখনো মনে
সুখের ছোয়া পেয়েছে!?

আমার এই একলা মন একেলা হৃদয়
শুধইু নিরবে সয়ে যায়,
এভাবে কেউ ছেড়ে যাবে কখনো
মুহূর্তের জন্য ভাবিনি হায়!!

চলছে, চলতে থাকুক ব্যর্থ এক অগান্তুকের
পিচ্ছিল এই পথচলা,
হয়তো কবিতা হয়ে থাকবে অব্যক্ত কথামালা
যাবেনা আর কাউকে বলা।

Saturday, January 26, 2019

নিঃসঙ্গ একাকী

দূরের আকাশের  ঐ নীলিমায়
তোমাকে খুজে বেড়ায়,
খুজে ফিরে হয়রান নিঃসঙ্গ এই হৃদয়
যেন আধারে হারায়।

তুমিহীনা নিঃসঙ্গ একাকী কাটেনা সময়
দখল করে আছো মনের শহর,
এসো এই প্রহরে ভরিয়ে দাও ভালবাসায়
আর এভাবেই থাকো জীবনভর।

জানি আটকে আছ তুমি দ্বিধা চিত্তে
ছাড়তে চাও না আমারে,
কখনো পারবে কী ছেড়ে থাকতে
হৃদয় দিয়েছো যাহারে।?

তোমাকে নিয়ে হারিয়ে যাবো
গড়বো মেঘের উপর বাড়ি,
পৃথিবীর যত সুখ সব তোমার জন্য
আনবো কাড়ি কাড়ি।

চাইতে থাকবো সারাক্ষণ বিধাতার কাছে
তোমার সুখি জীবন,
প্রার্থনা শুধু একটাই তোমার ভালবাসা
পেয়ে যেন হয় মরণ।


Friday, January 25, 2019

বদলে যায় মানুষ!

বদলে যায় মানুষ, বদলায় সবকিছু
এই বসুন্ধরায়,
বাস্তবতা আর না পাওয়ার বেদনায় হয়
ভালোবাসার পরাজয়।

মন থেকে যদি না পারো কেন মিছে অভিনয়
করে যাও তার সাথে,!?
যে মানুষ কল্পনার রাজ্যে মহারাণীতে সাজায়
তোমায় প্রতিরাতে।

ভালোবাসার মিছে বন্ধনে কেন রাখো আবদ্ধ করে
দূরের সিন্দুকে,?
ভালোবাসো মন থেকে,নয়তো ছুড়ে ফেলে দাও
আবর্জনার গভীর খাদে।

কী পেলে, কী হারালে, একদিন বুঝবে তুমি
একাকীত্ব 'র আড়ালে,!?
সেদিন চিৎকার করে ডেকে হয়ে যাবে হয়রান
পাবেনা হাত বাড়ালে।

তোমার বাগানের ফুল কুড়াতে দিয়েছো
কতজনে ঠায়,
সবাই তো মালি সাজে, আসল মালির
খোঁজ মেলে নাই!!

তোমার মনের আকাশে যেদিন জমবে
অজস্র মেঘমালা,
সেদিন মন থেকে চেয়ে ডাক দিও আমায়
ধুয়ে দিবো মনের সকল জ্বালা।

আলো ছায়ার মাঝামাঝি

ফিরে দ্যাখো পিছু পানে একবার
দ্যাখবে দাড়িয়ে আছি,
হাত বাড়িয়ে দিও অদৃষ্টে বুঝতে পারবে
আছি তোমার কাছাকাছি।

আলো ছায়ার মাঝামাঝি রয়েছে তুমি
সারাক্ষণ সারাবেলা,
সন্দেহের তোড়ে কবু করিও না আমায়
এতটুকু অবহেলা।

ভালোবাসার মাঝে আছে ভুল-ভ্রান্তি
থাকে শত অভিযোগ,
ভালবাসার তরে সয়ে নাও, আমি তো  চাইনা
ভুগতে মনোরোগ।

ঘুমের রাজ্যে যখন তোমার দেখা পায়
মনে পুলক জাগে,
এমন মধুর সুধা কখনো অবলোকন করেনি
তোমাকে দ্যাখার আগে।

Saturday, January 19, 2019

প্রত্যাবর্তন

ফিরে এসো শান্তির নীড়ে হে প্রেয়সী!
এই অনিদ্র আহবান,
ফিরে এসো কোনো একদিন
যেদিন  ভুলের হবে অবসান।

হয়তো অভিমানে মুখ লুকিয়ে
কেঁদে কেঁদে করেছো রাত পার,
বিশ্বাস করো তুমি হীনা কাটেনি সময়
কাটেনি রাতের আধার।

ফিরে এসো রাত্রি মাঝে, স্বপ্নে,জাগরণে
স্পর্শ করবো তোমায়,
দু হাতে সুখ কুড়িয়ে দিবো মন ভরে যাবে
স্পর্শের ছোয়ায়।

ফিরে এসো, ফিরে এসো, আছি বসে
তোমার অপেক্ষায়,
ফিরে এসো কোনো একদিন সন্ধ্যা কিংবা রাতে
হারাবো দুজন অজানাই।

ফিরে এসো যদি ইচ্ছে হয় কোনো এক দিন
ভালোবাসায় ভরাবো মন,
ফিরে এসো আমার শহরের অজানা রাস্তায়
যদি ভাবো একান্ত আপনজন।

Monday, January 14, 2019

কথা ছিল না হারানোর

কথা ছিল না তোমাকে হারানোর
তবু হারিয়েছি-
তোমার কন্ঠে মাতাল হয়ে আমি বলেছি
শুধু তোমাকেই চাই!

তোমায় ভেবে কত সময় ব্যাপ্তি হয়েছে আমার
কাটিয়েছি কত বিনিদ্র রাত!?
বলেছি কত ভালোবাসার কথা।

আজ সব অচেনা হলো বাস্তবতার ভীড়ে
ভালোবাসা যেন মূল্যহীন কোন বস্তু!
কিভাবে সই বো বিচ্ছেদের ব্যথা।

আজ’
একবার মনের অগোচরে খুঁজে দেখো আমায়!
শুধু পাবে একটাই কামনা "চাই তোমাকে চাই।!

এতো কিছুর পর তবুও যদি বলো
"এসব তোমার অভিনয়,"
তবে নিরবে ধুকে ধুকে হয়ে যাবো বিলিন
দেহটা হয়ে যাবে ক্ষয়।

তবুও-কিছু বলবো না আমি!
তোমার সুখটা যে আমার কাছে দামী।

আর্তনাদের গানগুলো শুনবো চিরকাল
দূর থেকে তোমায় সুখী দেখতে চাই,
কাছে আসা নাই বা হলো শুধু কামনা রইলো
তোমার সুখ যেন সীমানা ছড়ায়।

Sunday, January 13, 2019

ভালবাসা ও বিশ্বাস

বিশ্বাস যদি যায় টুটে কখনো
সন্দেহের খেয়ালে,
বুঝে নিও তবুও ভালবাসি তোমায়
লিখেছি নাম মনের দেয়ালে।

দুজনার ভালোবাসায় কত ঝড়, তুফান হয়
এইযে ধরণীর খেলা,
নতুনত্ব কে পেয়ে কবু প্রিয়জন কে
করিও না হেলা।

তোমার দুর্দিনে যে ভালবাসায় ভরেছিলো
দূর করেছিলো মনের যাতনা,
আজ কেন নতুন কে পেয়ে করো
বিচ্ছেদের কামনা।

ভালবাসা বিশ্বাস এ দুটো তে চলছে
এই মহাকাল বিশ্বায়ন,
বিশ্বাস ভেঙে কখনো করোনা
ভালবাসার অপমান।

চাইনা বৃদ্ধাশ্রম

সম্পর্ক সে তো মহান আল্লাহর দান
বিশ্ব মানবতার তরে,
এই বসুন্ধরায় এসেছ তুমি ভালোবাসায়
সেই সম্পর্কের হাত ধরে।

মায়ের স্নেহ বাবার আদরে বড় হয়েছি মোরা
এই ভবের মাজারে,
কেন তারা ভুলে যায় অকৃতজ্ঞ সন্তানের দল
পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমের ঘরে।

কী শিক্ষা পেলে কী বা করছো ভেবে দ্যাখো
প্রশ্ন করো বিবেকের দুয়ারে, 
তোমার মতো সন্তানের জন্ম হলো আজন্ম পাপ
এই ধরণী'র তরে।

চাই না আর দেখতে কোন পিতা মাতার স্থান
বৃদ্ধাশ্রমের আধার ঘরে,
চলো শপথ করি,ভালোবাসায় আগলে রাখবো
সম্পর্ক গুলো রাখবো যত্ন করে।

রাজত্ব করো আমার আকাশে

ওগো প্রেয়সী, তুমি কি বুঝনা! খুজে তোমায়
এই হৃদয় সর্বক্ষণ,
কাছে যাওয়ার আকুলতা ভাবিয়ে তুলে
কবে হবে মধুর মিলন।

তোমার কথা ভাবতে ভাবতে কাটে নিশি
তারপর হয় ভোর,
ব্যস্ত সময়ে মনে পড়ে ক্ষনে ক্ষনে তোমায়
একলা কাটে নীরব দুপুর।

তুমি একান্ত ভালোলাগা ভালবাসার পায়রা
রাজত্ব করো আমার আকাশে,
তুমি বীনে শূণ্য মনে হয় মনের রাজ মন্দির
কবে আসবে মহারাণী 'র বেশে।?

চাওয়া পাওয়া শুধু একটাই এই জনমে
প্রেয়সী তোমার ভালোবাসা,
বিধাতা পূর্ণ করো মোর হৃদয়ের প্রার্থনা
পূর্ণ করো মনের আশা।

একদিন তুমিও বুঝবে

কোথায় হারিয়ে গেলো সেই চির চেনা
ভালোলাগা প্রিয় মুখ,
যার কন্ঠে শুনতে ব্যাকুল হয়ে যেতাম
খুজে পেতাম হারানো সুখ।

কোথায় আজ সেই রাতের পাখি
উকি দিয়ে করতো ডাকাডাকি,
আজ কি হলো কেনো বা খুজে অন্য নীর!?
বিরহে মন কাঁদে ভিজে যায় আখি।

একদিন বুঝবে হয়তো সেদিন ব্যাকুল হয়ে খুজবে
তবুও পাবে না কাছে,
এভাবেই হারিয়ে যাবো ধরণীর মায়া ছেড়ে
অন্ধকার মাটির নিচে।

কেন বদলে গেছো? কিভাবে বদলায় সব কিছু
অতোটা জানিনে আমি,
শুধু জানি ভালোবাসার এই খেলায় জিতে গিয়ে
নিরবে হেরেছো তুমি।

কেন এলে অবেলায়

কেন তুমি এলে আড়ালে দাড়ালে 
মিছে স্বপ্নের ঘোরে,
কেন তুমি কাছে এসে হারিয়ে যাও
গভীর আঁধারে । 

কেন তুমি মায়াতে বেধে রেখে
থাকতে চাও দূরে সরে,
কেন তুমি স্বপ্ন দেখাও দিবা-রাত
মিথ্যে ঘুমের ঘরে ।

রয়েছ তুমি দূরে মনের অগোচরে
যায় না তোমায় দেখা,
অদৃশ্য মায়ারজালে আটকে আছি
হতে পারিনা কবু একা।

কেন তুমি এলে মায়াতে জড়ালে
এই মন মাজারে,
কেন তুমি স্বপ্ন দেখাও দিবা রাত
মিথ্যে ঘুমের ঘরে ।

হঠাৎ এসে জীবন টাকে সাজিয়েছ
ফুল কাননের মতো,
ক্ষনে এসে আবার হারিয়ে যাও
বিরহ আর সই বো কতো । ?

ধ্রূবতারা হয়ে তুমি দাও আলো জ্বেলে
আমার মনে ঘরে,
তোমায় নিয়ে যাবো দিগন্তের ওপারে
একান্তে মিশবো অভিসারে।

Saturday, January 5, 2019

কল্পনায় ভেবে যায়

অপেক্ষামান সময়টা কাটেনা কোনো ভাবে
বসে থাকি তার বিরহে,
কল্পনার কালিতে তার ছবি অাঁকি অকপটে
একাই নিজে নিজে।

ইচ্ছে করে দূরের  ঐ  পাহাড় টার চূড়ায়
গড়ে তুলি ছোট্ট ছনের ঘর,
আমার সুখের রাজ্যে তুমি মহারাণী
আমি তোমার বর।

মিষ্টি প্রভাতে ভাঙবে ঘুম
দেখবো চন্দ্র মুখ,
আদর করে বলবে তুমি "এই উঠো উঠো
এবার দাওনা চায়ে চুমুক।"

বিরান মাঠে কৃষি কাজে কড়া রোদে
যখনি পুড়বে গায়ের চাম,
ব্যাকুল হয়ে খুজবে তুমি,আঁচলে মুছবে
আমার চোখের ঘাম।

ইচ্ছেটুকু কল্পনার জগতে এভাবে ভেবে যায়
কিছু পাই বা না পায় শুধু ভালবাসাটুকু চাই।

যদি এমন হতো তোমার চোখের দিকে তাকিয়ে
জনম জনম কেটে যেতো,
কিছুটা হলে প্রশান্তি পেতাম এই ব্যর্থ হৃদয়ে
মুছে যেতো সব অপূর্ণতার ক্ষত।

Wednesday, January 2, 2019

অপেক্ষা

কিভাবে যে কেটে যায় প্রহর গুলো
নিঃসঙ্গ একাকী,
কখন আসবে তুমি সে আশায়
বসে থাকে  মনপাখি।

নিশি পুরায় ভোর আসে
এই প্রকৃতির মাঝে,
শুধু অপেক্ষায় ডুবে থাকে মন
সকাল সন্ধ্যা সাজে।

আসবে কখন সেই অপ্সরা
হবে মনের মিলন,
দুঃস্বপ্ন বাধা হয়ে দাঁড়ায় বারবার
কাঁদে এই ভীরু মন।

আসো আসো করোনা দেরী
হে মোর প্রেয়সী,
ভালবাসায় ভরে দাও জীবন আমার
সর্বক্ষন তাই যাচি।

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...