Saturday, December 8, 2018

নিরবতা সঙ্গী আমার

দূরে আছি বলে ভেবো না
ভুলে গেছি,
শত অবহেলা তে মনে করো না
হারিয়ে গেছি।

শুধু ভাগ্য কে মেনে নিয়ে
বেচে আছি,
এই যেন বন্দী খাচায় আটকানো
পাখির কিচিমিচি।

করো যত পারো- অবাজ্ঞা, অবহেলা ;
ভালবাসা না যাচি,
শুধু নিরবতা কে সঙ্গী করে একেলা
দূরে বসে আছি।

ভালো থেকো সুখী হও
থাকো প্রিয়জনের কাছাকাছি ;
আমি না হয় তোমার স্মৃতি নিয়ে
সারাজীবন বাচি।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...