Saturday, February 2, 2019

নিকোটিনের ধোঁয়া

ফুলের সুবাস আজ বড় বেমানান
সুগন্ধে মন হয়না উথাল,
নিকোটিনের ধোঁয়া যেনো করে দেয়
সব কিছু বেসামাল।

এই শহরের ধুলিক্ণা মিশ্রিত বাতাস জানে
কতটা ভালোবাসি,
কতটা আপন ছিলে তুমি জানে পুকুরের 
টলটলে জলরাশি।

এখন সব স্মৃতি গুলো ঘোলাটে মনে হয়
অন্ধকারের নিস্তব্ধ রাত্রি,
আমার স্বপ্নের ঘোর যেন বিভীষিকাময়
অপূর্ণতার অজানা কীর্তি।

ফেলে আসা সোনালী দিন গুলো
মনে পড়ে বারবার,
নিকোটিনের ধোঁয়া তে সব ধুসর হয়ে যায়
নিরবতা সঙ্গী আমার।

ভালো থেকো তুমি ভাসতে থাকো
সুখের প্রশান্ত সাগরে,
স্মৃতি গুলো সব মন থেকে ফেলা দিও
আবর্জনার আস্তকুরে।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...