Sunday, February 24, 2019

আয় বৃষ্টি আয়

মেঘলা আকাশ আজ গভীর কালো
মেঘ জমেছে মনে,
চারিদিকে বইরি বাতাস যেন
কিছু বলতে চাই কানে কানে।

আয় বৃষ্টি আয় এই শুভ্র সকলের
ফুলেল ফাগুনে,
মনের সব কালিমা ধুয়ে দাও মুছে দাও
আমি যে পুড়ছি তার দহনে।

রিমঝিম ছন্দে মাতাল হবো আমি
হাতে নেব বৃষ্টির জল,
এসো এসো হে বারিধারা ভিজিয়ে দাও
করে দাও সব অচল।

আকাশের সকল দুঃখ আজ ঝরছে
বৃষ্টির ধারা হয়ে,
একলা কাটে দিন,একেলা আমি এই সময়ে
তোমায় হারিয়ে।

যেদিন দেখবে আকাশ ভেঙে  ঝরছে
অবিরাম বৃষ্টির জল,
বুঝে নিও, আমিও আছি সেখানে বৃষ্টি হয়ে
ঝরছি অনর্গল।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...