নিশি রাত অজানা কারণে হঠাৎ ঘুম ভেঙে যায়
কোনো এক অগান্তুকের,
সে আজ বড় একা, একাই কাটে দিবারাত
বুঝতে পারে জীবন টা ক্ষনিকের।
কিছুকাল আগে সে এমনটা ছিলো না
ছিলো হাসি খুশি মন,
আজ বড় বিষাদ, সুখের আকাশে কালো মেঘ
চলছে মেঘের গর্জন।
বালিশের পাশে মোবাইল টা পড়ে আছে
তাকায় সে একপলক,
হঠাৎ আলোর ঝলমলে চোখ দুটো বড় হয়
মন বলে দেখে নাও একঝলক।
ভুল, তার ধারণা টি ছিলো ভুল।
লেখা উঠেছে স্কীনে ব্যাটারী ফুল।
মোবাইল এর সার্জের মতো সম্পর্ক গুলোতে
ধীরে ধীরে কমছে হৃদয়ের টান,
একসময় নিঃসঙ্গতা গ্রাস করে আর কিছু হয়না
তার কষ্টের সমান।
অভিমান করো তবুও বিশ্বাস অটুট রেখো
রাখিও ভালবাসার মান,
মিছে সুখের তরে কভু করিও না অবহেলা
ভালবাসা যে মহান আল্লাহর দান।
No comments:
Post a Comment