Thursday, February 28, 2019

আমি কোনো অগান্তুক নই

আমি কোনো অগান্তুক নই
আমিও তোমাদের মতো।
দুঃখ পেলে কাঁদি
সুখের ছোয়াতে হাসি।
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
বিরহ ব্যথায় ভিজে যায় আঁখি।

আমার বড় ইচ্ছে জাগে যোগ দিতে
তোমাদের উল্লাসে
তোমাদের উৎসবে
তোমাদের দুঃখ সুখের সাথী হতে
আমাকে ডাকলে কি ক্ষতি হতো!?
আমি কোনো অগান্তক নই।
আমিও তোমাদের মতো।

আমাকে কেন করো এতো অবহেলা!?
আমি নই কারো মিছে-মিছি পুতুল খেলা।
আমারও আছে আবেগ।
আমারও  আছে বিবেক।
আমি ভাগ করে নিতে চাই মনের দুঃখ যতো।
আমি কোনো অগান্তুক নই,
আমিও তোমাদের মতো।

আমার একটা বিশাল হৃদয় আছে
সেই হৃদয়ে আছে মানবতার কথা
আছে লিখা ন্যায়ের ভাষা।
আমিও বুঝতে পারি।
ভালোবাসি বলতে পারি।
বলো কিভাবে আর,তোমাদের বুঝাবো কতো!?
আমি কোনো অগান্তুক নই
আমিও তোমাদের মতো।।



No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...