Wednesday, January 2, 2019

অপেক্ষা

কিভাবে যে কেটে যায় প্রহর গুলো
নিঃসঙ্গ একাকী,
কখন আসবে তুমি সে আশায়
বসে থাকে  মনপাখি।

নিশি পুরায় ভোর আসে
এই প্রকৃতির মাঝে,
শুধু অপেক্ষায় ডুবে থাকে মন
সকাল সন্ধ্যা সাজে।

আসবে কখন সেই অপ্সরা
হবে মনের মিলন,
দুঃস্বপ্ন বাধা হয়ে দাঁড়ায় বারবার
কাঁদে এই ভীরু মন।

আসো আসো করোনা দেরী
হে মোর প্রেয়সী,
ভালবাসায় ভরে দাও জীবন আমার
সর্বক্ষন তাই যাচি।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...