Friday, January 25, 2019

বদলে যায় মানুষ!

বদলে যায় মানুষ, বদলায় সবকিছু
এই বসুন্ধরায়,
বাস্তবতা আর না পাওয়ার বেদনায় হয়
ভালোবাসার পরাজয়।

মন থেকে যদি না পারো কেন মিছে অভিনয়
করে যাও তার সাথে,!?
যে মানুষ কল্পনার রাজ্যে মহারাণীতে সাজায়
তোমায় প্রতিরাতে।

ভালোবাসার মিছে বন্ধনে কেন রাখো আবদ্ধ করে
দূরের সিন্দুকে,?
ভালোবাসো মন থেকে,নয়তো ছুড়ে ফেলে দাও
আবর্জনার গভীর খাদে।

কী পেলে, কী হারালে, একদিন বুঝবে তুমি
একাকীত্ব 'র আড়ালে,!?
সেদিন চিৎকার করে ডেকে হয়ে যাবে হয়রান
পাবেনা হাত বাড়ালে।

তোমার বাগানের ফুল কুড়াতে দিয়েছো
কতজনে ঠায়,
সবাই তো মালি সাজে, আসল মালির
খোঁজ মেলে নাই!!

তোমার মনের আকাশে যেদিন জমবে
অজস্র মেঘমালা,
সেদিন মন থেকে চেয়ে ডাক দিও আমায়
ধুয়ে দিবো মনের সকল জ্বালা।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...