Thursday, January 31, 2019

নাই জীবনের মানে

প্রেয়সী তুমি ছাড়া ভালো লাগেনা
একলা বিকেল বেলায়,
ব্যস্ত দিনের শেষে যখন রাত নামে
হারায় মন তারার মেলায়।

তোমার অস্তিত্ব খুজে পায় প্রতি ক্ষনে 
জীবনের সব খানে,
তুমি ছাড়া প্রাণহীন দেহের মতো
নাই তো জীবনের মানে।।

ফুলের কাননে ভ্রমর যেমন উড়ে উড়ে
খুজে বেড়ায় সুখ,
তেমনি এই ব্যাকুল মন অপেক্ষায় থাকে
দেখতে তোমার  ঐ চাঁদমুখ।

রাত কে সাজাবো নীলাম্বরীর নীল দিয়ে
একান্ত কারুকার্যে,
আসন পেতে বসতে দিবো মনের সিংহাসনে
আমার হৃদয়ের রাজ্যে।

ছেড়ে থাকতে পারবো না প্রেয়সী তোমায়
ছেড়ে যেও না কখনো,
এই হৃদয় ছিড়ে যখন যাবে পৃথিবী ছাড়বো
একথা শুধুই জানো।।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...