Wednesday, November 28, 2018

প্রথম দেখা

দীর্ঘ প্রতিক্ষার হল আবসান
পেয়েছি আজ প্রেয়সীর আহবান।

প্রথম দেখার অভিলাষ
হয়েছে পূরণ,
ভাগ্য আজ সহায় হলো
পেয়েছি অমৃত জীবন।

ইচ্ছা জেগেছিল মনে
থাকতে সারাক্ষণ
একাধারে চেয়ে থাকি
তোমায় জনম জনম।

প্রথম স্পর্শে শিহরিত হলো
আমার মন
কখনো ভুলবো না প্রেয়সী
তুমিই যে আপন।

এই যে বাধন ছিড়ো কখনো
যতদিন থাকবে এই ভুবন।
জড়িয়ে রবো মিশে যাবো
এই আমার পণ।

No comments:

Post a Comment

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...