Wednesday, November 4, 2020

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা
ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই,
মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই
মুছে ফেলা যায় কত সহজে,
অথচ, মন থেকে মুছা যায় না কিছুতেই।
জানি হয়তো শুনে খারাপ লেগেছে খুব
তবুও আমি চাই তুমি সুখে থাকো
নতুন ভুবনে ভালো থাকো রোজ।

তোমার কল্পনায় হয়তো এখন আর আমি নেই
সেখানে জায়গা করে নিয়েছে কত সুজন
কত ভ্রমরের আনাগোনা তোমার প্রেমের কাননে
আমি একলা মানুষ নিঃসঙ্গ কাটে রাত
তবুও ভাবনার দরজায় কড়া নাড়ে
ফ্রেমে বাঁধা তোমার আমার স্মৃতি গুলো।
ভুলে গেছো তাতে নেই কোনো অভিযোগ
আমি চাই অন্য বাহুডোরে ভালো থাকো রোজ।

প্রেয়সী! যদি কখনো হয়ে যাও একাকী
পুরনো কথা ভেবে ভিজিয়ো না আঁখি,
এই ব্যস্ত জীবনে কত কেউ আসবে -যাবে
কত আপন পর হয়ে যাবে,কত ফুল ঝরে যাবে,
তাই মিছে মায়ার এই ভালবাসার তরে
ব্যস্ত মানুষের ভীড়ে কভু নিয়ো না আর খোঁজ
আমি একাকী বেশ ভালোই আছি,
তুমিও প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকো রোজ। 

Tuesday, November 5, 2019

ভালো আছি একাকী

ভালো আছি একাকী
আমার আকাশে চাঁদ এখনো হাসে
নিস্তব্ধ রাত ভাবনাহীন কেটে যায় নিমিষেই
কে বা মনে রেখেছে,কিংবা কারে কে ভালবাসে?
বুঝতে পারিনা, তুমি যে আর নেই কাছে
তাই ঘুমের রাজ্যে স্বপ্ন দেখি।

ভালো আছি একাকী
আমার মনের বাগানে ফুল এখনো ফুটে
প্রজাপতির দল গুলো হাতছানি দিয়ে ডাকে,
তবুও মাঝে মাঝে স্মৃতিগুলো তাড়া করে
হৃদয় গহীনে কষ্টরা আবার জেগে উঠে
তাই স্মৃতির পর্দা ভেদকরে আকাশের তারা দেখি।

ভালো আছি একাকী
কোন চিন্তা নেই হারিয়ে যাওয়ার ভাবনা নেই
অজানা পথে নিঃসঙ্গ একলাই হাটি,
মনের মাঝে হঠাৎ করে প্রশ্ন জাগে
কে আজ আপন কিংবা কে কার খবর রাখে?
তাই সব ভুলে আবার জীবনের নতুন ছবি আঁকি।

ভালো আছি একাকী
এখন আর কেউ রাত জাগায় না
ঘুমের ঘোরে কেউ স্বপ্ন দেখায় না,
মনে করো না কেউ ভালো নেই
এইতো বেশ আছি, তোমার স্মৃতি নিয়ে বাচিঁ
একাকীত্বে যে সুখ আছে তা বুঝে গিয়েছি।

Friday, May 3, 2019

মেঘ বালিকা

মেঘ বালিকা শুনে যাও!(কবিতা)
....ব্লগার হাসান মাহমুদ

মেঘ-বালিকা! ও মেঘ -বালিকা!
আমায় নেবে তোমার সঙ্গে,
ঐ দূর গগণে যখনি উড়ে বেড়াও,
সাদা ডানা মেলে, যখনি গাংচিল এর মতো
ঘুরে বেড়াও দেশ বিদেশে।

মাঝে মাঝে খুব ইচ্ছে হয় জানো়!
ছুঁয়ে দেখতে তোমায়,কিন্তু পারিনা,
শুধু দূরে সরে থাকো তুমি।
তবুও অনুভব করি তোমায়,
কেমন তুলতুলে তুলার মত নরম তুমি,
হীম শীতল ঠান্ডা শরীর তোমার।

তোমার চারপাশে কত রঙের মেলা,
রঙের ভুবনে কর তুমি সারাক্ষণ খেলা,
সাত রঙের আবরনে তোমায় বেশ লাগে।
হলুদ, লাল, নীল, বেগুনী ফুল।
পরী ভেবে কতবার যে করেছি ভুল।
অপলক দৃষ্টিতে শুধু দেখি তোমায় ।

তুমি থাক ঐ দূর নীলিমার অজানাই,
মাঝে মাঝে আস ফিরে এই মাটির ধরায়,
তোমার স্পর্শে আমি ফিরে পাই জীবন
তোমার প্রেমে আকুল হয় এই প্রাণ।

মাঝে মাঝে হয়ে যাও আমাবস্যার মতো
তিমির কালো রাতের মতো।
গোমড়া মুখ করে রাখো তুমি।
অপরুপ বদনখানি কালো হয়ে যায় তখনি।
আমার খুব মন খারাপ হয় তখন।
তোমার কষ্ট গুলো ঝড়ে পড়ুক এ ধরার বুকে।
আমি তা জড়িয়ে নেবো আমার সর্বাঙ্গে।

প্রায়ই অদৃশ্য হয়ে যাও তুমি!
কোথাও হারাও জানিনা আমি।
আমি অপেক্ষায় থাকি তোমার ফিরে আসার,
শ্রাবন ধারার পরশে তোমাকে কাছে পাবার।

Sunday, April 28, 2019

আমি এসেছি তোমার শহরে

আমি এসেছি তোমার শহরে,
যে শহরের কোন এক ফ্লাট বাড়িতে তুমি বন্দী
বিলাসি কোন এক পোষা পাখির ন্যায়।
যে খোলা আকাশে উড়তে হারদম ডানা ঝাপটায়।

আমি এসেছি তোমার শহরে,
মনে আছে কী!বিকেল বেলায় মামার দোকানের
ফুসকা আর ঝালমুড়ি বড় প্রিয় ছিলো তোমার।
আজ সেইসব স্মৃতির ডায়েরিতে জমা পড়ে আছে।

আমি এসেছি তোমার শহরে,
এখন অনেক রাত শহর ঘুমিয়ে গেছে,
সুখের তরে অন্যের বাহুডোরে তুমি আজ নিষ্পেষিত
দুমড়েমুচড়ে ক্ষতবিক্ষত আজ দেহের প্রতিটা বাজ।

আমি এসেছি তোমার শহরে,
এই শহর এখন বড় অচেনা মনে হয়
অথচ কিছুদিন আগে হাত ধরেছিলাম গুলজার মোড়ে, মনে আছে কী তোমার?

আমি এসেছি তোমার শহরে,
এই শহরে ঘুরবো ফিরবো আরো কিছুকাল।
হঠাৎ করে একদিন হারিয়ে যাবো কোনো অজানাই,
যেদিন পড়বেনা আমার পায়ের ছাপ এই ব্যস্ত নগরে
হয়তো সেদিন অনুভব করবে আমার শূন্যতা।

Sunday, March 17, 2019

হারিয়ে গেছি

কোথায় তুমি??

হারিয়ে গেছি।
হারিয়ে গেছি শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি এই আকাশের মেঘের ভিড়ে
অর্থ ছাড়া অর্থহীনের এই শহরে
হারিয়ে গেছি ট্রাফিক জ্যামের লাল বাতিতে
শুন্য গতির চাকায় চেপে ঘামতে থাকা দুর্গতিতে
হারিয়ে গেছি ছুটতে থাকা সব মানুষের প্রবল ভীড়ে।

হারালে কখন ?

এই কিছুক্ষণ আগেই বোধহয়
না হয় তারও একটু আগে
কি আসে যায় যদি হারাই আরো আগে
কেমন হবে বলতো দেখি হারাই যদি ভবিষ্যতে।

অনেক হলো এবার বলো
এখন তুমি কোন জগতে?

এখন আমি তোমার চোখের হাসি মাখা মুগ্ধতাতে
নয়তো তোমার ঠোঁট বাঁকানো বিরক্তিতে
এখন আমি তোমার ফোনের অন্য পাশে
তোমার সাথেই এই পৃথিবীর এক বাতাসে

অনেক হলো এখন বলো ফিরবে কখন?

ফিরতে হবে? 

স্রোতে ভেসে যাই!

মন উড়ে যায় তেপান্তরের মাঠ পেরিয়ে
অদূর সীমান্তে,
যেখানে নেই কোনো কোলাহল
আছে শুধু গভীর নিরবতা।

একলা আমি নিরব পাঠকের মতো
পড়ছি তোমার কবিতা,
মনস্পটে ভেসে উঠে তোমার সাথে কাটানো
প্রতিটি সময়ের কথা।

যদিও তুমি আজ দূরে তবুও রয়েছো
এই বুক জুড়ে একান্ত অনুভবে,
তোমার স্মৃতি করছি স্মরণ, থাকো তুমি
এই হৃদয়ে যতদিন দেহে প্রাণ রবে।

সময় বয়ে যায় বহমান নদীর স্রোতের মতো
তাকে বেধে রাখা যায় না,
শুধু মনে রেখো,আমি যে ছিলাম আপন
এমন আর কাউকে পাবে না।

একলা এভাবে কেটে যাচ্ছে দিন
তোমার শূন্যতায়,
ভালো থেকো তুমি তোমার পৃথিবী নিয়ে
আমি না হয় -স্রোতে ভেসে যাই!!

Monday, March 11, 2019

সাদা কালো জীবন

অনেক আশা ছিলো!
ভালবাসা ছিলো অনেক!
চেয়েছিলাম একান্তে পেতে
চাইনি তোমায় হারাতে!

মনে অনেক রঙ ছিলো
ছিলো অনেক আলো
অবশেষে বুঝলাম
জীবন টা সাদা কালো!!

এখনো জ্যোস্না দেখি
আকাশের তারা গুনি
আগের মতো লাগেনা ভালো
দুঃখের রঙ যে কালো।

কি দোষ ছিলো? একবার বলো!
আমি তো চাইনি এমন!
শুধু অপেক্ষা আর অপেক্ষা
মনের ঘরটি হয়েছে অগোছালো।

আজও কাদে মন নিরবে
অশ্রুতে ভিজে বালিশ
ভালবাসার অপরাধে -
করতে পারিনা কোনো নালিশ।

বদ্ধ ঘরের কোণাটা এখন
বেশ লাগে ভালো,
বেলা শেষে বুঝলাম
জীবন টা সাদা কালো।

আমি চাই রাঙাতে --
ভালবাসায় ভরাতে চারপাশ
এসে জ্বেলে দাও আলো
জীবনের রঙ হবেনা আর সাদা কালো।

ভালো থাকো রোজ

প্রেয়সী! গতরাতে তোমার স্মৃতি মিশে থাকা ছবিগুলো ডিলিট করে দিয়েছি ইচ্ছে করেই, মোবাইলের মেমোরি থেকে এক ক্লিকেই মুছে ফেলা যায় কত সহজে, অথচ, ...